১০ই সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে। আরমান নামের এক ব্যক্তিকে ভুল চিকিৎসায় মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে আরমানের স্বজনেরা। তারা বলেন আরমান হেটে হাসপাতালে প্রবেশ করে। কর্তব্যরত ডাক্তার সেলিনা তাকে দুটো ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই আরমান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিস্তারিত ভিডিওতে: https://youtu.be/4y7wWUzF8cE?feature=shared
নবান্ন টিভি/ সুমন ইসলাম