1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ফতুল্লা থানায় করা হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে আরও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকার ইদ্রিস চকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন।

তাদের সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং মনির হোসেন পলাতক ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জে ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. কাজল মিয়া,

লাল খা এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মো. আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম,

বরগুনা জেলার আব্দুল ছালামের মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এ রায় ঘোষণা করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক বলেন,

২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন।

পরদিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন।

আদালত সেই মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com