1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই পথচারী নিহত — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই পথচারী নিহত

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত
নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই পথচারী নিহত

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানাধিন সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের একজন নারী ও একজন পুরুষ ছিলেন।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন।

তিনি জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

তবে ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী হতে পারেন। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

মামলাসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান হাইওয়ে থানা পুলিশের ওই কর্মকর্তা।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com