1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে আ'লীগ নেতা মাহফুজুল হক টিপু নগদ অর্থ প্রদান — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে আ’লীগ নেতা মাহফুজুল হক টিপু নগদ অর্থ প্রদান

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত
শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে আ'লীগ নেতা মাহফুজুল হক টিপু নগদ অর্থ প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে নরসিংদী শিবপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে

নরসিংদী-৩ শিবপুর নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু বিভিন্ন পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

সেখানে তিনি পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নিয়ে বিভিন্ন পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে এই আ’লীগ নেতা আলহাজ্ব মাহফুজুল হক টিপু বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনেই আজ সনাতন ধর্মাবলম্বীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন।

তাই এই সুশৃঙ্খল ও অসাম্প্রদায়িকতার ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।

শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে আ'লীগ নেতা মাহফুজুল হক টিপু নগদ অর্থ প্রদান

তিনি আরও বলেন,নৌকা এদেশের স্বাধীনতার প্রতীক,শান্তির প্রতীক,তাই ধর্ম যার যার নৌকা সবার।

এ সরকারের আমলে এ দেশে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার।

এ সরকারকে উৎখাত করতে পরাজিত শক্তিরা আবার ঐক্যবন্ধভাবে নৈরাজ্য সৃষ্টি করতে পায়তারা করছে,সকল নেতাকর্মী ঐক্যবন্ধভাবে প্রতিহত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জাহিদুল হক দিপু,

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,

নব্বই দশকের তুখোড় নেতা আব্দুল কাদের মিষ্টার,সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি খন্দকার,

স্বেচছাসেবক লীগ নেতা লিমনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com