1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের জবাইকৃত লাশ উদ্ধার — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের জবাইকৃত লাশ উদ্ধার

আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের জবাই করা লাশ উদ্ধার করেছেন পুলিশ।

আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।

 

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের জবাইকৃত লাশ উদ্ধার

 

শনিবার রাতে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০),

তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।

স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, এর আগে শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দূর্গন্ধ বের হলে আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হয়।

তারা দরজায় ধাক্কা দিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা রয়েছে।

পরে ঘরের বিছানার উপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পান তারা।

বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়া হয়। এরপরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এটি স্বামীর মরদেহ।

আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক জোহাব আলী বলেন,

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলে দুজনের লাশ দেখতে পেয়েছি।

পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ পেয়েছি। মনে হয় এটি স্বামীর লাশ। ঘরে প্রচন্ড দূর্গন্ধ রয়েছে।

ধারণা করা হচ্ছে আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com