1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অবরোধ উপেক্ষা করে রাজধানীর সড়কে বাড়ছে গাড়ির চাপ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

অবরোধ উপেক্ষা করে রাজধানীর সড়কে বাড়ছে গাড়ির চাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত

হরতাল বা অবরোধ না থাকলে রাজধানীর সড়কে যেভাবে সকাল থেকে গাড়ির চাপ দেখা যায় ঠিক একই রকম দেখা গেল বুধবারের চিত্র।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি উপেক্ষা করে

রাজধানীতে গাড়ির চাপ বাড়ছে। অবরোধের প্রভাব পড়েনি রাজধানীর সড়কে।

বুধবার (৮ নভেম্বর) দিনের শুরুতেই রাজধানীর বিভিন্ন সড়কে ছিল গাড়ির চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে।

একইসঙ্গে কোথাও কোথাও যানজটও দেখা গেছে। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষদের উপস্থিতিও দেখা গেছে।

রাজধানীর মিরপুর, মহাখালীসহ এলাকা ঘুরে দেখা যায়,

সকাল থেকেই চলাচল করছে গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফবাস, মোটরসাইকেল ও সিএনজি। একইসঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় তৈরি হচ্ছে যানজটও।

মোড়গুলোতে দিতে হচ্ছে সিগন্যাল। সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতোই দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের।

এছাড়া দেখা গেছে, ধানমন্ডি থেকে নিউমার্কেট অভিমুখ আসা প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ। অবরোধের শুরুর দিকে যেমন ফাঁকা সড়ক ও গণপরিবহন স্বল্পতা ছিল আজ তা নেই।

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে চারসড়কের গাড়ির ক্রসিং এর জন্য একটু পর পর দিতে হচ্ছে সিগন্যাল। যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না গাড়ির জন্য।

অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে সড়কে টহল দিতে দেখা গেছে নিউমার্কেট ও ধানমন্ডি মডেল থানা পুলিশ সদস্যদের।

এছাড়াও সকাল থেকেই মার্কেট ও শপিং সেন্টার অধ্যুষিত জনবহুল এই এলাকায় দোকানি ও ব্যবসায়ীদেরও নিজেদের প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সকাল থেকেই আমাদের পেট্রোল টিম টহল অব্যাহত রেখেছে।

একাধিক গাড়িতে টহল দেওয়া হচ্ছে। আওতাধীন এলাকায় এখন পর্যন্ত অবরোধের সমর্থনে কোনো ধরনের কার্যক্রমের খবর পাওয়া যায় নি।

যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত মাসের ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর,

১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

এরপর গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফের আজ (রোববার)

ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। সেটি শেষ হওয়ার পর এখন আবার তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হলো।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com