সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার এই স্লোগানকে সামরে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবসে
উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
মঙ্গলবার বিকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন
ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নারসীন এর সভাপতিত্বে ও উপস্থাপক আলতাফ হোসেন রানার সঞ্চলনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমি সরকার রাখি,নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন ভূইয়া,
উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, মাধবদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া,উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন পারভিন,
চরদিঘলদী ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন সহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে দেশ-বিদেশে ব্যাপক সফল অর্জন করেছেন।
দুরর্দশী প্রধানমন্ত্রী হওয়ার কারনে দেশে এত বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরো বলেন,জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিজয়ী নরসিংদী পৌরসভা,চিনিশপুর ইউনিয়ন পরিষদ,
পাইকারচর ইউনিয়ন পরিষদ তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে পুরস্কার লাভ করেন।
আগামী দিনে আরো ভাল দক্ষতার পরিচয় দিতে হবে। দেশে উন্নয়ন ভাল হলে মানুষ ভাল থাকবে
আরও পড়ুন :