জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা যুব মহিলা লীগের উদ্বেগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) নরসিংদী জেলা আওয়ামী লীগের অফিসের সামনে উক্ত সভায় সভাপতিত্ব করেন এড, লুবনা নাসরিন লতা- সভাপতি, নরসিংদী জেলা যুব মহিলা লীগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমা বেগম, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা যুব মহিলা লীগ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী ,
নরসিংদী জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র জননেতা আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল,
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,
সদর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বারিক ভাই ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী ।
এসময় উপস্থিত ছিলেন,
নরসিংদী জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা ও সাধারন সম্পাদক ইয়াছমিন সুলতানা, নরসিংদী শহর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম স্বপন,
জেলা ছাত্রলীগের সি: সহসভাপতি সাব্বির হোসেন শিবলী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া,
নরসিংদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর মোহাম্মদ খন্দকার পাভেজ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট লোভনা নাসরিন লতা,
বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহানা আক্তার,
সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন দিনার, নরসিংদী জেলা যুব শ্রমিক লীগের আহ্বায়ক রাহিদুল ইসলাম রনী ও সদস্য সচিব ওমর সানী,
জেলা মহিলা শ্রমিক লীগ আহবায়ক নুরুন নাহার বেগম ও সদস্য সচিব নাসরিন ইসলাম সবুজ।
Related