1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ছাত্রসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

ছাত্রসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
ছাত্রসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সোহরাওয়ার্দী উদ্যানে আজ ছাত্রসমাবেশ করছে ছাত্রলীগ। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা এতে যোগ দেবেন বলে জানিয়েছে সংগঠনটি।

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে— এ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’

শুক্রবার ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাসহ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ শুরু হবে বিকাল ৩টায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

যানবাহন চলাচলে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষে

 

পুলিশ বলছে, সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা ছাড়াও পুরো রাজধানীতে আজ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। ছাত্রসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

সরেজমিন দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব ও পুলিশের টহল টিম মোতায়েন করা হয়েছে। স

মাবেশস্থলে আসা নেতাকর্মীদের তল্লাশি করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সমাবেশস্থলে প্রবেশ করতে না পারে, সে জন্য সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে।

যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করবে পুলিশ।

 

ছাত্রসমাবেশ ঘিরে কোনো মহল যেন সাইবার স্পেসে গুজব ছড়াতে না পারে বা রাষ্ট্রীয় ভাবমূর্তি খুণ্ন হয় এমন কিছু করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে নজরদারি বাড়িয়েছেন সাইবার ইউনিটের সদস্যরা।

সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলোতে কঠোর নজরদারিতে বহাল রাখতে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে।

সেসব স্থান থেকে পুরো উদ্যান ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

এ ছাড়া সমাবেশ ঘিরে ডিএমপির গোয়েন্দা পুলিশের সোয়াট ও ডগ-স্কোয়াড টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন,

বিশেষ করে সোহারাওয়ার্দী উদ্যানে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে।

সমাবেশস্থলের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায়ও রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

 

তিনি বলেন, সমাবেশে ভিভিআইপি ব্যক্তিদের গমনাগমনে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রোড ডাইভারশন দেওয়া হয়েছে।

সুশৃঙ্খলভাবে ছাত্রসমাবেশ সম্পন্ন করতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

 

ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন বলেন, সোহারাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়,

ঢাকা মেডিকেল ও হাইকোর্টসহ আশপাশের এলাকায় প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে ও বাইরের বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকেও তৎপর রয়েছে পুলিশ।

 

এদিকে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায়

শুক্রবার সকাল ১০টা থেকে ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকার রাস্তা বন্ধে রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com