চাপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে একজন কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার বোয়ালিয়া কাশিয়াবাড়ি গ্রামের। ঘটনার পর ভুক্তভোগির স্ত্রী মোসাঃ সাবিহা খাতুন।
বাদি হয়ে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়।
গত শুক্রবার আমার স্বামী অহিদুজ্জামান( নিপু) একই ইউনিয়নের বিশিষ্ট বাব্যসায়ি গোলাম মোহাম্মাদ ফিটু মিয়ার কাছে
এন জিও কতৃক নেয়া টাকা ফেরত চাইলে দিতে অস্বীকৃতি জানাই
এবং কিছুক্ষণ পর তার নির্দেশে ৫- ৬ জন ক্যাডার আমার স্বামী মোঃ অহিদুজ্জামান (৩) নিপু কে
টাকা চাওয়ার অপরাধে নিপু কে জোরপূর্বক একটি ভ্যানে উঠাইয়া ফিটু মিয়ার বাড়ির সামনে নিয়া যায়।
সেখানে সকলে মিলে আমার স্বামীকে চারদিক হইতে ঘিরিয়া ফেলে সমস্ত শরীরে এলোপাতাড়িভাবে লাদনা,
লোহার রড দিয়া আঘাত করিয়া ফোলা জখম সহ প্রচন্ড ব্যাথা বেদনার সৃষ্টি করে।
এবং ধারালো ছুরি দিয়ে মাথার বাম দিকে স্বজোরে আঘাত করিযা রক্তাক্ত জখন করে।
ধারালো হাসুয়া দিয়া আমার স্বামীর বাম পায়ের হাটুর নিচে স্বজোরে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
কর্তব্যরত ডাক্তার আমার স্বামীর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
আরও পড়ুন :