1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পঠিত
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরের অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। সায়ান নগরের হাজী মোহাম্মদ মহসিন স্কুলের ছাত্র।

জানা যায়, গত দুই দিন আগে চকবাজার এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়।

এ নিয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

তার বাবা পুলিশকে জানিয়েছেন, তাকে পড়ালেখা নিয়ে বাসায় বকাবকি করা হয়েছিল।

এরপর থেকে সে নিখোঁজ হয়।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, সায়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে দেখা গেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com