গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা।
তাদের ছোড়া গুলিতে দুইজন আহত হয়। বুধবার (৩০ আগস্ট) রাত ১১টার পরপর মাওনার প্রশিকা মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার সময় প্রশিকা মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া করে একদল দুর্বৃত্ত।
এ সময় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল আরোহীরা।
ভাঙচুর করা হয় আজিজুর রহমান নামে ব্যবসায়ীর বেশ কয়েকটি গাড়ি। এতে মাইনুল ও আলামিন নামের দুজন আহত হয়।
এ সংক্রান্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক আসতে আসতে গুলি ছুড়ছে।
রাস্তার পাশে একটি কালো রঙের গাড়ির পাশে নেমে তারা গাড়িটি ভাঙচুর করে। একজন ধারালো অস্ত্র দিয়ে গাড়িটিকে কোপাতে থাকে।
অন্যজন গাড়ির ওপর উঠে লাফাতে থাকে। এর কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল করে ফিরে যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আজিজুর রহমান ওই ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লকে দায়ী করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আরও পড়ুন :