মাদারীপুরের ডাসার উপজেলায় গাঁজাসহ চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চেয়ারম্যান পুত্রের নাম দিগন্ত তালুকদার (২৫)। তার বাবা দুলাল তালুকদার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান দুলাল তালুকদারের ছেলে দিগন্ত তালুকদার এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকের আসর বসাতেন।
পাশাপাশি অন্যদের মাদক সেবনে উদ্বুদ্ধ করতেন। এছাড়া টুকটাক মাদক ব্যবসাও করতেন। তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন,
দিগন্তের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠিয়েছে।
আরও পড়ুন :