1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চুয়াডাঙ্গায় মিষ্টি বিক্রিতে অনিয়ম, জরিমানা ৫০ হাজার — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মিষ্টি বিক্রিতে অনিয়ম, জরিমানা ৫০ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
চুয়াডাঙ্গায়

নোংরা, দুর্গন্ধযুক্ত ও ওজনে কম দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় অধিকারি মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জন্য বন্ধ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ সোমবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান,

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাংগা উপজেলার চারতলা মোড় এলাকায় মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডার এর কারখানায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই মিষ্টি ও খাবার তৈরি, কারখানার মধ্যে নোংরা টয়লেটে নাই কর্মচারীদের হাত ধোয়ার ব্যবস্থা, আগের দিনের বাসি রস মিষ্টিতে পরে আছে শত শত মাছি।

এছাড়া মাটির দইয়ের পাতিলে ভোক্তাদের ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত ঠকানোর প্রমাণ পাওয়া যায়, ফ্রিজের দই রসমালাইয়ে মানা হচ্ছেনা মোড়কীকরণ বিধি।

এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।

এসময় পোকামাকড় মিশ্রিত বাসি রস-মিষ্টি ফেলে নষ্ট করা হয় এবং প্রতিষ্ঠানটির কারখানাটি পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের জন্য ৭দিন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com