1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খাগড়াছড়ি হস্ত শিল্প প্রদর্শনী মেলা উদ্বোধন — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

খাগড়াছড়ি হস্ত শিল্প প্রদর্শনী মেলা উদ্বোধন

বিপ্লব তালুকদার 
  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৭০ বার পঠিত
nobannotv

খাগড়াছড়ি জেলা শহরে পৌর টাউন হল মাঠে খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থা আয়োজনে ১০দিনব্যাপী  হস্ত শিল্প প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১১টা দিকে ফিতা কেটে ও রঙ্গিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌর মেয়র

ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,

খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান হাজী নিগার সুলতানা প্রমুখ।

১০দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভিলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকান।

এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প,

বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী।

আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানান ধরনের খাদ্য সামগ্রী।

উদ্বোধনী শেষে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com