1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা — Nobanno TV
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতরাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুনের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার তিতাসের আলোচিত  সন্ত্রাসী ছিলেন আল মামুন। এলাকায় হত্যা চাঁদাবাজি টেন্ডারবাজি অস্ত্র মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন এ সন্ত্রাসী। এসব কারণে এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪টায় গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেক পোস্টে আল-মামুন ১৮০ পিছ ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে মুক্তি পেয়ে সে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসী আল মামুন শুক্রবার রাতে ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছি।

তিনি বলেন, তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে।

আজ শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com