1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কক্সবাজারে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

কক্সবাজারে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানজিম নামে এক শিশু নিহত এবং তার মা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। এ ঘটনায় আহত মা রুবিনা আক্তারকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলেন। রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়াগতির একটি মোটরসাইকেলের তার গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মা ও শিশুটি আহত হন। পরে আমি নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি আমাদের বহনকারী গারির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়াগতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটে।’

আহত ও নিহতের চিকিৎসাসহ সার্বিক সহায়তায় প্রশাসন পরিবারটি পাশে থাকবেন বলে জানান মোহাম্মদ সালাহউদ্দিন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com