1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে আনারস বিতরণ — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে আনারস বিতরণ

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩০২ বার পঠিত

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে পথচারী, যানবাহন চালক ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে দেশীয় ফল আনারস বিতরণ।

আজ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত নাঃগঞ্জ-৭০ সদর-৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে পথচারী, যানবাহন চালক ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে দেশীয় ফল আনারস বিতরণ করা হয়।

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ নবী হোসেনের আর্থিক সহযোগিতায় ভিন্ন ধর্মী এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন, মোঃ হাবিবুর রহমান- উপদেষ্টা, মোঃ তানভীর আহমেদ,

পরিচালক প্রোগ্রাম, কাজল রেখা- মহিলা বিষয়ক সম্পাদক ও যুগ্ম পরিচালক প্রোগ্রাম, মোঃ জনি খান – দপ্তর সম্পাদক, কাজল সরকার- উপ-পরিচালক প্রোগ্রাম,

বৃষ্টি আক্তার- সহকারী পরিচালক প্রোগ্রাম, আব্দুস সোবাহান- সদস্য, মোঃ রনি, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

ভিন্ন ধর্মী এই প্রোগ্রামে দেশীয় ফল আনারস পেয়ে পথচারী, যানবাহন চালক ও সুবিধা বঞ্চিত মানুষ অনেক খুশি হন।

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সময় এসো আলোর সন্ধানে যুব সংগঠনের এই রকম মনোরম ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com