1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এলিভেটর এক্সপ্রেস শুভ উদ্বোধন উপলক্ষ্যে জিএম তালেব হোসেন ও মাহফুজুলহক টিপুর সহযোগিতায় ২টি রেলগাড়ী ভাড়া — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

এলিভেটর এক্সপ্রেস শুভ উদ্বোধন উপলক্ষ্যে জিএম তালেব হোসেন ও মাহফুজুলহক টিপুর সহযোগিতায় ২টি রেলগাড়ী ভাড়া

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার পঠিত
এলিভেটর এক্সপ্রেস শুভ উদ্বোধন উপলক্ষ্যে জিএম তালেব হোসেন ও মাহফুজুলহক টিপুর সহযোগিতায় ২টি রেলগাড়ী ভাড়া

প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিশাল উন্নয়ন এলিভেটর এক্সপ্রেস শুভ উদ্বোধন উপলক্ষ্যে

২ সেপ্টেম্বর ২০২৩ ইং ঢাকা পুরাতন বাণিজ্য মেলা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জনসভা সফল করতে

নরসিংদী জেলা আওয়ামীলীগ, সভাপতি,নরসিংদী-১আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জিএম তালেব হোসেন

ও নরসিংদী জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক, নরসিংদী-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী,

শিবপুরের মাটি ও মানুষের নেতা,তরুণ প্রজন্মের অহংকার, একজন দক্ষ সংগঠক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহফুজুল হক টিপুর সহযোগিতায়

রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেথিকান্দা থেকে ঢাকা যাওয়া-আসার সুবিধার্থে ২টি বিশেষ ট্রেনের ভাড়া করা হয়েছে।

 

বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহফুজুল হক টিপুর এলিভেটর এক্সপ্রেস শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ ইং ঢাকা পুরাতন বাণিজ্য মেলা মাঠে

বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জনসভা সফল করতে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহফুজুল হক টিপুর নেতৃত্বে

গত শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিন সাধারচর,গারদের বাজার,তেলিয়া বাজার,

ইটাখোলা,সাহাবুদ্দি বাজার ও শিবপুর সদরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে ব্যাপক গনসংযোগ করেন।

গনসংযোগ কালে তিনি বলেন,বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরেন,

ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

মেথিকান্দা থেকে ঢাকা যাওয়া-আসার সুবিধার্থে ২টি বিশেষ ট্রেনের ভাড়া করা হয়েছে।

২রা সেপ্টেম্বর ২০২৩ইং সকাল ৮টায় ২টি ট্রেন মেথিকান্দা রেলস্টেশনে দাঁড়ানো থাকবে ১০ টার মধ্যে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে

আবার জনসভা শেষে ঢাকা থেকে মেথিকান্দা রেলস্টেশনে ফেরত আসবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com