1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতাসহ আটক- ৬ — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতাসহ আটক- ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৪ বার পঠিত

পৃথক অভিযানে কক্সবাজারের ঈদগাঁও থানায় হামলা ও অগ্নিসংযোগের মামলার যুবলীগের নেতাসহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানা পুলিশ।

ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, তিনিসহ থানার সেকেন্ড অফিসার এস, আই জুয়েলসহ অন্য কর্মকর্তাদের সমন্বয়ে অভি যান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো-ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার রমজান আলীর ছেলে আওয়ামী লীগ কাউন্সিলর উজির আলী, একই ইউনিয়নের পালাকাটার মৃত আবদুল করিমের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোকতার আহমদ,ইসলামাবাদ খোদাই বাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে যুবলীগ নেতা শাহেদ কামাল (মিন্টু), ইসলামপুরের জুম নগরের সিরাজ উল্লাহর ছেলে যুবলীগের নেতা আবুল কালাম। অফিসার ইনচার্জ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে পৃথক অভিযানে ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরো দুই আসামী কে গ্রেফতার করে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম। তারা হলেন,ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। বুধবার (২ অক্টোবর) রাত এগারটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, বর্তমানে গ্রেফতার আতংকের ভয়ে আওয়ামী লীগসহ অঙ্গও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মী
গা ঢাকা দিয়েছেন। গণ গ্রেফতারের তীব্র নিন্দার পাশাপাশি সেদিনের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা।

নবান্ন টিভি/ আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com