1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ঢাকার অদূরে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউলি আক্তার নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় এখনও আশঙ্কাজনক ৮ জনসহ ১০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানান, শরীরের ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে গতরাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিউলি আক্তার। ভর্তি রয়েছে তার দুই ছেলে ও স্বামীসহ ১০ জন।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে দুই ভাই সোহেল ও সুমনের পরিবার একত্রিত হয়েছিল একই ফ্ল্যাটে। স্বজনরা জানান, সেখানেই সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে ঘটে বিস্ফোরণ। মাটিতে লুটিয়ে পড়ে নারী ও শিশুসহ ১১ জন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, ৮ মাসের এক শিশু যন্ত্রণায় কাবু। স্বজনের কোলে শুয়ে করছে মায়ের অপেক্ষা। অবুঝ শিশুটি জানে না, মায়ের দেহও ঝলসে গেছে আগুনে। ইচ্ছা ছিল এক ছাদের নিচে ইবাদত-বন্দেগিতে মুক্তির মহিমান্বিত রাত কাটাবেন দুই ভাইয়ের পরিবারের সদস্যরা। কিন্তু নিয়তির নির্মমতায় সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। এরইমধ্যে মারা গেছেন একজন।

চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাকি ৮ জনের অবস্থাও গুরুতর। আশঙ্কাজনক ৩ জনের মধ্যে শিউলি আক্তার রাতে মারা গেছেন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com