বিশ্বের ১২৫ শহরের মধ্যে আজ দূষিত শহরের দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো, স্কোর ৪৬০। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানীর স্কোর ২৮০, অর্থাৎ এখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।
তালিকায় তিন নম্বরে ২১৪ স্কোর নিয়ে আছে নেপালের কাঠমান্ডু। অর্থাৎ এখানকার বাতাসের মানও নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। ২০৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২০৮ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে গণচীনের দক্ষিণ-পশ্চিম ভাগের শহর ছুংছিং। শীর্ষে থাকা সাতটি দেশের বাতাসই নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।