1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বৃষ্টি উপেক্ষা করে অবরোধ বিরোধী কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছেন যুবনেতা আজমেরী ওসমান — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে অবরোধ বিরোধী কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছেন যুবনেতা আজমেরী ওসমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
আজমেরী

সরকারের পদত্যাগের দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টা ব্যাপী অবরোধের বিরুদ্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের সন্তান

আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) বিকেলে  আল্লামা ইকবাল রোড থেকে শোভাযাত্রাটি বের হয়।

এসময় হরতাল বিরোধী স্লোগান দেন নেতাকর্মীরা সহ সাধারণ জনগন ।

নেতাকর্মীরা বলেন,

অবৈধ হরতাল মানি না মানবো না, দোকান পাট খুলবে গাড়ির চাকা ঘুরবে এই স্লোগানটি দিয়ে রাজপথ প্রকম্পিত করেন।

শোভাযাত্রাটি শহরের মূল কেন্দ্র চাষাড়া হয়ে পাঠানটুলি,সিদ্দিরগঞ্জ, চিটাগাংরোড,সাইনবোর্ড পুণরায় চাষাড়া হয়ে নিতাইগজ্ঞ ফতুল্লা হয়ে

আল্লামা ইকবাল রোড ফিরে এসে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন যুবনেতা আজমেরী ওসমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা, কাজী আমীর, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা,মোঃ নাসির,

মোঃ সুমন, মোঃ মনির হোসেন,  মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন :

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com