1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অবরোধ প্রতিরোধে আজমেরী ওসমানের শান্তি শোভা যাত্রা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

অবরোধ প্রতিরোধে আজমেরী ওসমানের শান্তি শোভা যাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
অবরোধ

২য় দফা বিএনপির ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে   নারায়ণগঞ্জের রাজপথে অবস্থান নিয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান।

রবিবার  (৫রা নভেম্বর) সকাল থেকেই নগরীর প্রধান সড়ক সহ মহাসড়কে গাড়ি বহরে প্রদক্ষিণ করে বিশাল শোডাউন করেছেন তার হাজার হাজার কর্মী-সমর্থক।

এরআগেও পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচীসহ নগরীতে প্রতিবাদ মিছিল ও মোটর সাইকেলে শান্তি শোভা যাত্রা কর্মসূচী পালন করেছিলেন তারা।

এবারের প্রতিবাদ মিছিলটিতে সামনে থেকে যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন।

শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সাড়িবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং

শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন।

এছাড়াও সরকারের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় এই বলে-

শেখ হাসিনা সরকার, বার বার দরকার। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই।

আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে এতে অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম,

কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, দিপু, আলম,

শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com