1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বেরোবি ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার-মারধরের হুমকির অভিযোগ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

বেরোবি ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার-মারধরের হুমকির অভিযোগ

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার পঠিত
ক্যাফেটেরিয়ার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

প্রতিবাদে বুধবার (৩০ আগস্ট) ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছে স্বত্বাধিকারী শেফ অ্যান্ড সেভ রেস্টুরেন্ট। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি

বেশ কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার রান্নাঘরে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজে সংগৃহীত খাবারের ছবি ও ভিডিও ধারণ করেন।

রান্নাঘরে নিয়োজিত স্টাফরা তার পরিচয় জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাব্বি স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ সময় ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী তাদের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন এবং রাব্বি তাকে থাপড়ানোর হুমকি দেন।

সেই সঙ্গে ক্যাফেটেরিয়া বন্ধেরও হুমকি দেন রাব্বি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধে বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।

বাইরের তুলনায় খাবারের দাম কিছুটা কম এবং মানে ভালো হওয়ায় ক্যাফেতে বেড়েছিল শিক্ষার্থীদের আনাগোনা।

বন্ধ থাকায় অনেকে ঘুরে যাচ্ছে। কেউ আবার বাধ্য হয়ে বাইরে চড়া মূল্যে খাবার খেতে যাচ্ছেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্লাস ছিল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

আবার আরেকটা ক্লাস আছে দুপুর ২টায়। দূরে মেস হওয়ায় ক্যাফেতে তাড়াহুড়ো করে ভাত খেতে এসে দেখি বন্ধ।

মাস শেষ, ভেবেছিলাম সাশ্রয়ী মূল্যে স্টুডেন্ট প্লেটার খেয়ে যাব। সময়-টাকা দুটোই বাঁচবে।

যেহেতু ক্লাসের সময় হয়েছে, এখন না খেয়েই ক্লাস করতে হবে।’

বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘আগের তুলনায় ক্যাফেতে খাবারের মান ও দামে কিছুটা কম হওয়ায় হলের ডাইনিংয়ে না খেয়ে ক্যাফেটেরিয়ায় ‍দুপুরে এবং রাতে খেতে আসতাম।

এখন (দুপুরে) খেতে এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ। কী কারণে বন্ধ, কবে খুলবে কিছুই জানি না।’

ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ বলেন, ‘গত রাতে ক্যাফেটেরিয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কর্তৃপক্ষ আমাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে আমরা ক্যাফেটেরিয়া চালু করব।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অভিযুক্ত ফজলে রাব্বি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা আমাকে অভিযোগ করেছে নিম্নমানের পচা-বাসি খাবার বিক্রি করছে।

তারপর সেখানে গিয়ে দেখি পচা সেদ্ধ ডিম বিক্রি করছে। বিষয়টি নিয়ে স্যারদের সঙ্গে রাতে বসছিলাম।’

এ ব্যাপারে কথা বলেছি। মারধর এবং ক্যাফেটেরিয়া বন্ধের হুমকির ব্যাপারটি অস্বীকার করেন এই ছাত্রলীগ নেতা।

বন্ধের ব্যাপারে ক্যাফেটেরিয়ার পরিচালক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন,

‘ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে ক্যাফেটেরিয়া চালু হবে।’

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com