এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ছয়জন শিক্ষার্থী।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণিত বিভাগের ১৭ ও ১৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পঞ্চমবারের মতো এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক দেওয়া হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- স্নাতকের মোছা. ফারজানা পারভীন, আয়েশা আক্তার ও সাদিয়া ইসলাম রুকাইয়া। তাদেরকে স্বর্ণপদক, নগদ ২০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হয়। এছাড়া স্নাতকোত্তরের রনি আহমেদ, বৃষ্টি সাহা ও আয়েশা আক্তার পেয়েছেন স্বর্ণপদক। তাদেরকে স্বর্ণপদক, নগদ ত্রিশ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, স্বর্ণপদক পাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই মেয়ে, বিষয়টি দেখে ভালো লাগলো। আগে মেয়েদের পড়ার সুযোগ কম ছিলো। কিন্তু এখন আমাদের পরিবারগুলো সচেতন হচ্ছে। পরিবারের অভিভাবকরা যদি একজন বন্ধু হিসেবে পাশে দাঁড়ায় তবে আমাদের মেয়েগুলো এগিয়ে যাবে।