1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
একদফা দাবিতে নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

একদফা দাবিতে নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার পঠিত
একদফা দাবিতে নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা
বৃষ্টিতে ভিজে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ৷

তবে অবরোধ কর্মসূচির মধ্যে বৃষ্টি হানা দিলেও ভিজেই আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে তাদের।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি হানা দেয়।

এ সময় অবরোধ কর্মসূচিতে অনড় থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একদফা দাবি হলো সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন,

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সাত কলেজের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় বিবেচনা না করেই সিজিপিএ পদ্ধতি চাপিয়ে দেয়া হয়েছে।

আমরা শুরু থেকেই বিষয়টি সংশোধনের দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও এ ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি।

তারা বলেন, সাত কলেজের কোনো অভিভাবক নেই। শিক্ষকরা আমাদের পক্ষে কথা বলেন না। এত সংকট নিয়ে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব নয়।

তাই সাধারণ শিক্ষার্থীদের দাবি অবিলম্বে সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এদিকে সড়ক অবরোধে জনভোগান্তির কথা উল্লেখ করে পুনরায় সমন্বয়কের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ।

নীলক্ষেত মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন,

আমরা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। যেকোনো বিষয়ে দাবি-দাওয়ার জন্য রাস্তা বন্ধ করা উচিত নয়।

শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন। আমি নিজে শিক্ষার্থীদের নিয়ে সমন্বয়কের কাছে যাব এমন প্রস্তাব দিয়েছি।

শিক্ষার্থীরা আমাদের প্রস্তাব শুনেছেন এবং সমন্বয়কের কাছে বসে আলোচনার বসবে বলে বিশ্বাস করি।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com