1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বই পৌঁছে যাবে সব উপজেলায় : শিক্ষামন্ত্রী — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বই পৌঁছে যাবে সব উপজেলায় : শিক্ষামন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১০০ বার পঠিত
আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বই পৌঁছে যাবে সব উপজেলায় : শিক্ষামন্ত্রী

গত বছর কাগজ, বিদ্যুৎসহ কিছু সংকট থাকলেও এবার তা নেই। এবার প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ের কাজ চলছে।

এ জন্য কমিটিও করা হয়েছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথাসময়ের মধ্যেই সব উপজেলায় বই পৌঁছে যাবে

এবং আমরা ১ জানুয়ারি বই উৎসব করতে পারব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্যের সঙ্গে গত ১৫ বছর ধরে একটানা দেশ পরিচালনা করে আসছেন।

তার নেতৃত্বে উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নত এবং দেশের মান-মর্যাদা বৃদ্ধিসহ উন্নত দেশ গঠনের জন্য সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রীর কাছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে প্রশ্ন করা হয়।

জবাবে ডা. দীপু মনি বলেন, আমাদের সংগঠন তৃণমূল পর্যায় থেকে খুবই শক্তিশালী। কেননা আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল।

সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এ দলে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছে।

এ জন্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক একটা প্রতিযোগিতা থাকবে। তা কোথাও কোথাও দ্বন্দ্বের সৃষ্টি করে। যা সারা পৃথিবী এবং সব রাজনৈতিক দলেই থাকে।

 

শিক্ষামন্ত্রী দ্বন্দ্বের ব্যাপারে আরও বলেন, দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেয়া হয়েছে।

এই কমিটি বিভাগীয় এবং প্রয়োজনে জেলা থেকে উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনের জন্য কাজ করছে। যা সারাদেশেই চলমান।

এখন নির্বাচন ঘনিয়ে আসছে, এ জন্য এই ধরনের ছোটখাটো দ্বন্দ্ব নিরসনে সচেষ্ট আওয়ামী লীগ।

প্রসঙ্গত, মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com