1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘সরকার পতন দূরে থাক, নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় বিএনপি’ — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

‘সরকার পতন দূরে থাক, নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় বিএনপি’

nobanno
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত

সরকার পতন দূরে থাক, নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে

আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশের আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের।

 

পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন,

‘আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হবার পর ঢাকাবাসী সুফল ভোগ করতে পারবেন।মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট নিরসনে ভুমিকা রাখবে।’

 

তিনি বিএনপির আন্দোলন প্রসঙ্গে আরো বলেন,

‘বর্তমানে দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই।’ এ সময়ে তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত সর্তক অবস্থানে থাকতে নির্দেশ দেন,

যেন আন্দোলনের নামে দেশে কোন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে না পারে।

 

তিনি বলেন, ‘সুধী সমাবেশের মাধ্যমে জনগণকে দেখাতে চায় সরকার শুধু কথা সর্বস্ব নয়, কাজও করেছে।

এটা নির্বাচনী সমাবেশ নয়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে সরকারের নির্বাচনমুখী পরিকল্পনা নিয়ে সমাবেশে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী ‘

 

সেতুমন্ত্রী বলেন,

‘যানজট নিরসনে তৈরি করা হয়েছে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন পর্যন্ত ৬৫ শতাংশ কাজ শেষ করা হয়েছে।

আগামীকাল শনিবার প্রকল্পের প্রথম ফেইজ উদ্বোধন করা হবে। যেদিকে উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ শেষ হয়ে গেছে। আশা করছি,

২০২৪ সালে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে পারব ‘

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com