1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
শাপলা চত্বরে ফের জমায়েতের হুঁশিয়ারি — Nobanno TV
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

শাপলা চত্বরে ফের জমায়েতের হুঁশিয়ারি

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
শাপলা চত্বরে ফের জমায়েতের হুঁশিয়ারি

সকল আলেম-ওলামাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।  অনথ্যায় শাপলা চত্বরে ফের জমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হেফাজতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সময় শেষ হয়ে এসেছে। আলেমদের আর জেলে রাখতে পারবেন না।

আজকে বন্দি আলেমের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে।

আমি সরকারকে বলব, যদি নিজেদের ভালো চান, অবিলম্বে কারাবন্দি সব আলেমকে মুক্তি দিন।

হয়রানি বন্ধ করুন। না হলে অবস্থা করুণ হবে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে শায়খুল হাদিস পরিষদের উদ্যোগে

আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে হেফাজত আমির এসব কথা বলেন।

 

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,

এই দেশ স্বাধীন হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের জন্য। অথচ দেশে ন্যায় ও ইনসাফ কল্পনাও করা যায় না।

সবার অংশগ্রহণ ছাড়া, ভোটাধিকার ছাড়া আগামী নির্বাচন এবং রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা দেশকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলবে।

সরকারের কাছে আমাদের অনুরোধ, বলপ্রয়োগের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না।

সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করুন।

 

তিনি আরও বলেন,

আলেমরা আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে।

কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদরাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে।

জুমার খুতবা এবং ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে।

 

‘মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব ওলামায়ে কেরামের মুক্তি, দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে’ এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সম্মেলনে শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক সভাপতিত্ব করেন।

তিনি বলেন,

আজকে ওলামায়ে কেরামদের ঘর থেকে বের হওয়া কষ্টকর। বের হলেই গ্রেপ্তার করা হয়। গোটা দেশ আজ কারারুদ্ধ।

শুধু মামুনুল হক নয়, গোটা দেশকে কারারুদ্ধ অবস্থা থেকে বের করতে হবে। আমাদের যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে নামতে হবে।

আপনারা যদি বাঁচতে চান অতিদ্রুত কারাবন্দিদের মুক্তি দেন। সরকারকে সতর্ক করব, এখনো সময় আছে। মুক্তি দেন।

অন্যথায় আপনাদের মুক্তি মিলবে না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধে আলেমরা গর্জে উঠবে।

 

এ সময় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন,

আমাদের প্রথম কর্মসূচি হলো মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ২০ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা।

কথা না শুনলে রাজপথে নামতে বাধ্য হবো।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com