1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্।

রোববার সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় গোলাম মসীহ্ এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এ সদস্য সচিব আরো বলেন,

জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করা একটি নির্বাচনীমুখী দল।

শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সাথে বেগম রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মনে করেন।

তিনি বলেন, আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রতিযোগীতা।

গোলাম মসীহ্ সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনগণের সাথে গণসংযোগ বাড়াতে এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি।

শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নমূলক কাজ আজও দৃশ্যমান রয়েছে।জনগণ এরশাদকে ভালবাসে ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাগির আলমাহি এরশাদ সাদ এরশাদ-এমপি, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইফ মশিউর রহমান রাঙ্গা,

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ,

সাবেক এমপি- এম এ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক- ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু,

মহানগর পশ্চিম এর আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, আজিজ চৌধুরী, মজিবুর রহমান মজিব, কামাল হোসেন, শওকত হোসেন বাবুল,

মোঃ জিয়াউল হক জুয়েল, সাখাওয়াত হোসেন, ইউসুফ ফার্সি, তৌহিদুল আলম, ওয়াহিদুজ্জামান তরুণ, মঞ্জুরুল হক সাচ্চা, নাসির উদ্দিন নাসির,

তোহিদুল আলম, কাজী রঞ্জন, জহিরুল ইসলাম মারুফ ও ছাত্রনেতা লিয়ন, সাজেদা শারমিন পারভিন লিজা, হাসনা হেনা, তাহেরা মোশাররফ শোভা, জুলিয়া আক্তার প্রমুখ।

 

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com