গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
মুখে কালো কাপড় বেঁধে বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটি। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।
দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে আসলে প্রথমে পুলিশ বাঁধা দিলেও পরে,
আলোচনার ভিত্তিতে সংক্ষিপ্তভাবে মিছিলটি নগরীর নতুন বাজার মোড় হয়ে বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহানগর যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জানান, এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
সরকারের নির্দেশে বিরোধী দলকে দমনের জন্য বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের গুম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন :