সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) তার দেশে ফেরার এই তথ্য জানা গেছে।
সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শারীরিকভাবে ভালো আছেন। আগামী শনিবার তিনি দেশে ফিরবেন।
এর আগে মির্জা ফখরুল সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন। মূলত চিকিৎসকের কাছে নিজের শারীরিক অবস্থার কথা জানাতেই এবার সিঙ্গাপুর গেছেন।
সেখানে আবারও স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করিয়েছেন।
সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়ে তিনি জানিয়েছেন, গত কয়েকদিন চিকিৎসকের কাছে দৌঁড়ঝাঁপের মধ্যেই সময় কেটেছে।
বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিল, সেগুলো করানো হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। কিছু ওষুধে পরিবর্তন এসেছে।
সফরে সঙ্গী হিসেবে থাকা স্ত্রী রাহাত আরা বেগমও ভালো আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
ঘাড়ের স্নায়ুতে ব্লকসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য মির্জা ফখরুল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন।
এছাড়া তার স্ত্রী রাহাত আর বেগমের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে পাড়ি জমান মির্জা ফখরুল ও তার স্ত্রী।
এরমধ্যে বিএনপির আরও কয়েকজন নেতা সিঙ্গাপুর গেছেন। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনাও চলছে।
আরও পড়ুন :