1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে নারায়ণগঞ্জে পদযাত্রা — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে নারায়ণগঞ্জে পদযাত্রা

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পঠিত
‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে নারায়ণগঞ্জে পদযাত্রা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে নারায়ণগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের জমতলা, কলেজ রোড, পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে বিবি রোড প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় খোরশেদ বলেন,

এখন একদফার আন্দোলন চলছে আর সেই একদফা হলো এই অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন

ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব এবং আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিবেন তাই পালন করব।

হাসিনার পতনই মুক্তির একমাত্র পথ।

পদযাত্রায় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহাগনর বিএনপি নেতা জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, দীপু চৌধুরী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, আমিনুল ইসলাম মিঠু,

আবুল কালাম আজাদ, আব্দুর সাত্তার ভুট্টু, আক্তার হোসেন খোকন শাহ, মিজানুর রহমান, শাহাদাঃ হোসেন সাদু, মনোয়ার হোসেন শোখন,

রশিদুর রহমান রশো, রানা মজিব, ইউনুস খান বিপ্লব, রিটন দে, শওকত খন্দকার, জুয়েল রানা, ইকবাল হোসেন, আল আমিন খান,

আব্দুর রহমান, রিপন মাত্তবর, দুলাল হোসেন, আক্তারুজ্জামান মৃধা, কাজী সোহাগ, আক্তার হোসেন, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল,

দুলাল হোসেন, সুমন ভূইয়া, নুরুল্লাহ খন্দকার, বোরহানউদ্দিন, মাহাবুব হাসান জুলহাস, রানা মুন্সি, মোঃ শহিদ, মোঃ মুসা,

সেলিম মিয়া, মহিউদ্দিন শুভ, রাসেল আহম্মেদ মনির, রাজু, মাসুদ, বাবু, নাইম, নীরবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com