1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়’ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

‘নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়’

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পঠিত
‘নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন নির্বাচন একটা খেলা, বিদেশিরা নির্বাচন নিয়ে কথা বলে মজা পায়, গণমাধ্যমও উস্কানি দেয়। 

মন্ত্রী বলেন, তাদের কথা তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।

মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই।

রোববার মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন,

আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের খরচে ছোট আকারের পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে, আমরা এখনও সিদ্ধান্ত জানাইনি।

মন্ত্রী আরও বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে প্যালেস্টাইন সংকট নিয়ে ওআইসি’র বৈঠক রয়েছে।

সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই প্যালেস্টাইন সমস্যার সমাধান।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com