নাশকতা করলে বিএনপি পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
বিএনপি আগের মতোই নাশকতা এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে। তারা একটি সন্ত্রাসী দল। আর সন্ত্রাসী দলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করেছে। আন্দোলনের নামে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, প্রকাশ্যে পুলিশকে হত্যা করেছে।
জনগণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করার জন্য এ দুটি ঘটনাই যথেষ্ট।
জনগণের ভোটে আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন,
বর্তমান সরকারের সময়সীমা শেষ হবে ২৪ জানুয়ারি। নাশকতা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না।
সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন হবে। এতে কে আসবে, কে আসবে না সেটি কোনো ব্যাপার নয়।
স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে জানিয়ে কাদের বলেন, সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্য দেশের পরামর্শে আমাদের নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে, নির্বাচন করতে হবে, বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে হবে–এর কোনো প্রয়োজন নেই।
নির্বাচন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বিবৃতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর প্রয়োজন নেই।
গাজায় যা হচ্ছে, তাতে জাতিসংঘের কী ভূমিকা আছে? জাতিসংঘের এখন কোনো কার্যকারিতা নেই।
আরও পড়ুন :