নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে পদবঞ্চিতদের হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল পূর্বক সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।
এসময় নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বেধড়ক মারধর করা হয়েছে।
সেই সাথে আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়েছে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও মহানগর স্বেচ্ছাসেবকক দলের কমিটি ঘোষণা করা হয়।
আর এই মহানগর কমিটির যুবদলে আহ্বায়ক পদ পাওয়া মনিরুল ইসলাম সজল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
তারই অংশ হিসেবে মহানগর যুবদলের পদবঞ্চিত নেতা মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা গতকাল রাত থেকে সংঘবদ্ধ হতে থাকেন হামলার জন্য।
সেই সাথে এদিন বিকেলে মহানগর বিএনপির কালো পতাকা মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে জাসেফের অনুসারীরা হামলা চালান।
ওই সমাবেশে যাকে পেয়েছেন তাদের উপরই হামলা করা হয়েছে। কিছুক্ষণ সময় নিয়ে হামলা চলার পর পরে পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব পেয়ে মনিরুল ইসলাম সজল নিজেকে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগের যেন কোনো অন্ত ছিল না। বিশেষ তার বিরুদ্ধে কমিটির বিনিময়ে টাকা লেনদেনেরও অভিযোগ ছিল অনেক বেশি।
কমিটির লোভ দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করেছেন। সেই সাথে মহানগর যুবদলকে তিনি গতিশীলও করতে পারেননি।
ফলে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল।
আরও পড়ুন :