নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।
আজ শনিবার বিকেলে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এর আগে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।
পুলিশ নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল ছুঁড়ে।
পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির নেতাদের দাবি, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে।
পরে নেতাকর্মীদের ওপর পুলিশ টিয়ারশেল ও গুলি ছোঁড়ে। এতে তাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন,
বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
আরও পড়ুন :