সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আজ শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।
মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার বিকেল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।
পোস্টার কিংবা একটি চাদরে শুয়ে-বসে কেটে যায় শত শত নেতাকর্মী রাত।
নেতা-কর্মীরা জানান, ঢাকায় অনেকের পরিচিত কেউ নেই, থাকলেও আবার তেমন ঘনিষ্ঠ না।
আবার হোটেলে পুলিশি তল্লাশি ও গ্রেপ্তারের ভয় করেছেন অনেকেই।
এ কারণে খোলা আকাশকেই নিচে ফুটপাত বেছে নিয়েছেন অনেকে।
কেউবা আবার রাস্তায় রাসায় ঘুরে রাত পার করেছেন।
এদিকে আজ ভোর মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে।
ইতোমধ্যে লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন এলাকা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীতে জড়ো হয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
সূর্যোদয়ের পর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা।
তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে।
মহাসমাবেশের জন্য দলীয় কার্যালয়ের সামনে ৮টি পিকআপভ্যান দিয়ে তৈরি হয়েছে মঞ্চ। লাগানো হয়েছে নানা ব্যানার।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা।
সভাপতিত্বে করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।