1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দেশের সব জেলা ও মহানগরে আজ বিএনপির মিছিল — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

দেশের সব জেলা ও মহানগরে আজ বিএনপির মিছিল

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫১ বার পঠিত
দেশের সব জেলা ও মহানগরে আজ বিএনপির মিছিল

ঢাকা মহানগরসহ দেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে, কালো ব্যানারসহ আজ দুপুরের পর মিছিল করবে বিএনপি।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (২৯ আগস্ট রাতে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ইতিমধ্যে ৬০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে।

যাদের মধ্যে রয়েছেন— জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। গুম হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে।

আবার দীর্ঘদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন।

এখনও অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এসব ক্ষেত্রে গুম হওয়া মানুষদের প্রায় সব স্বজনদেরই দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২৮ জুলাই থেকে এ পর্যন্ত সারা দেশে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩২৭টি। যাতে আসামি ১৩ হাজার ৪৩০ জন। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬২০ জনকে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com