নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
বিএনপি নেতাকর্মীদের দাবী, এতে মহানগর যুবদলের তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
এছাড়া গণতন্ত্র মঞ্চের একটি মিছিলে বাধা দেয় পুলিশ। ওই সময়ে মঞ্চের ব্যানার কেড়ে নেওয়া হয়।
২৯ অক্টোবর সকাল সাড়ে ৭টা হতে বিএনপি ও মহানগর যুবদলের নেতাকর্মীরা চাষাঢ়া বালুরমাঠ এলাকাতে জড়ো হওয়ার চেষ্টা করে।
ওই সময়ে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপির লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রন আসে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ ও আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
সদর মডেল থানার ওনি আনিচুর রহমান জানান, কয়েকজন মিলে বালুরমাঠ এলাকাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে।
তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ কঠোর অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন :