হঠাৎ করে ১৫ আগস্ট কী করে খালেদা জিয়ার জন্মদিন হলো? খালেদা জিয়ার ছয়টি জন্মদিন কী করে হয়?
এসব বললে তো মির্জা ফখরুল সাহেব বলবেন; শিষ্টাচার বহির্ভূত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আসলে এগুলো হলো মিথ্যার বেশাতি।
জাতি ও ইতিহাস তাদের ক্ষমা করবে না।’ বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৬ আগস্ট) বিআইসিসিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলো আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে সংবিধান সংশোধন করা হয়েছিল। সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিল বিএনপি, আওয়ামী লীগ করেনি।
বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী দিয়েছিল জিয়াউর রহমান।
তিনি ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়েও প্রশ্ন তোলেন।
বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েচিল উল্লেখ করে বলেন, বিএনপি নেতারা বলুক কেন তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল।
আসলে খুনিদের স্বীকৃতি জিয়া ও খালেদা দুই জনই দিয়ে গেছেন।
বিএনপির মিথ্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগকে লড়তে হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,
ওদের গণতন্ত্র অর্থপাচারের গণতন্ত্র, ওদের গণতন্ত্র দুর্নীতির গণতন্ত্র। আর এদের সঙ্গেই লড়তে হচ্ছে আমাদের। প্রতিযোগিতা করতে হচ্ছে শেখ হাসিনাকে।
এ সময় দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন