এক দফা দাবি আদায়ে এখন থেকে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।
আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হলেও ভবিষ্যতে কর্মসূচির ধরন পাল্টে যেতে পারে বলেও জানান তারা।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে বিএনপি।
আপাতত সভা, সমাবেশ, পদযাত্রা অবস্থানের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানিয়েছেন, আগামী কয়েক মাসে রাজনৈতিক পরিস্থিতি দেখে কর্মসূচির ধরন ঠিক করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন এবার আর হতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে নেতা-কর্মীরা।
শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতন ঘটাতে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপি নেতারা।
আরও পড়ুন :