1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এক দফা দাবিতে কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

এক দফা দাবিতে কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত
এক দফা দাবিতে কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি।

এর মধ্যে ২৪ সেপ্টেম্বর সারাদেশে ও মহানগরে সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন

ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে ঠিক করা হবে বিএনপির কর্মসূচি।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com