বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, ‘মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পড়েছেন।
এটা পড়ার কারণে আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
তাহলে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন— ইন্না লিল্লাহর পরিবর্তে তবে কি জয় বাংলা বলতে হবে?’
আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি আর না করি আমাদের ধর্মের একটি বিষয় আছে, এটি একটি কালচার।
কারো মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এটি পড়েছেন।
এ কারণে এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন—আপনি কি সাঈদীর জন্য ইন্না লিল্লাহ পড়াতে বহিষ্কার করলেন? তাহলে কি ইন্না লিল্লাহর পরিবর্তে জয় বাংলা বলতে হবে?’
অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি প্রতিহিংসার জায়গা বিএনপি এবং জিয়া পরিবার উল্লেখ করে তিনি বলেন,
‘গতকাল একজন প্রধানমন্ত্রী হয়ে যে সমস্ত কথা বলেছেন, সেটা কি একজন প্রধানমন্ত্রী বলতে পারেন? জিয়া পরিবার নিয়ে বলেছেন, বিএনপিকে নিয়ে বলেছেন।
আমি অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই দেশে যদি গুমের প্রতীক হয়ে থাকে, সেটি হলো আওয়ামী লীগ, খুনের প্রতীক আওয়ামী লীগ, অপহরণের প্রতীক আওয়ামী লীগ।
এ দেশে প্রথম ক্রসফায়ারের প্রতীক আওয়ামী লীগ। এই ধারা এখনো বন্ধ হয়নি, চলছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আরও পড়ুন :