আজ মহাসমাবেশে বিএনপি লাফালাফি করে চলে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশস্থলে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মায়া বলেন, আজও তারা (বিএনপি) লাফালাফি করে চলে যাবে। আল্টিমেটলি তাদের নির্বাচনে আসতেই হবে।
দেখবেন তারা নির্বাচনে আসবেই, উপায় নাই। নইলেতো জামায়াত হয়ে যাবে এটা, মুসলিম লীগ হবে।
প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেই বলেছি প্রশ্নই ওঠে না।
পদত্যাগ করার কী কারণ? প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন হবে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে।
আমরা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করবো নৌকা মার্কা নিয়ে। আমরা নৌকা মার্কার বিজয় আনবো ইনশা আল্লাহ।
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে জয়লাভ করবো ইনশা আল্লাহ।
আরও পড়ুন :