আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
র্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,
আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন।
আজ গণতন্ত্র এ সরকার লুণ্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি।
তিনি বলেন, আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ।
মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে।
র্যালি উপলক্ষে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে বিভিন্ন ধরনের রং বেরংয়ের প্লে-কার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি,
ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপি নেতা তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী,
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদ, আ ন ম সাইফুল ইসলাম, আতাউর রহমান চেয়ারম্যান,
ঢাকা ১৪ আসনের দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার,
আকবর হোসেন ভূইয়া নান্টু, ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়া চেয়ারম্যান, হাজী ইউসুফ, জাহাঙ্গীর মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বে”ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল,
শাহ্আলী থানা বিএনপির আহ্বায়ক এস,এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা,
মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলীম আল বারী জুয়েল,
দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ,
যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক,
সাব্বির দেওয়ান জনি, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, রুপনগর থানা বিএনপির আলী আহমেদ রাজু,
পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদারসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে বিএনপি।
কাকরাইল মোড় থেকে ইত্তেফাক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।
বিকাল ৪টা ১০ মিনিটে বিএনপির নয়াপল্টন থেকে এ র্যালি শুরু হয়।
এটি টিকাটুলি রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালির আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গানের উদ্বোধন করা হয়।