সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা একটা বিরতি। প্রায় ৮ বছর বিরতির পর পর্দায় আসছে নতুন কিস্তি। ৮ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। পান্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের সব বয়সী দর্শকেরা। হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ।
সিরিজের চতুর্থ এই ছবিটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি জানান, নতুন ছবিকে আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।
সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো ছবিই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আসছে চতুর্থ ছবি। এবারও দর্শকরা আনন্দ নিয়ে হল থেকে বের হবেন এমনটাই আশা করা হচ্ছে।