1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অনেক দিনের স্বপ্ন বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব : হিরো আলম — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

অনেক দিনের স্বপ্ন বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব : হিরো আলম

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত
অনেক দিনের স্বপ্নবঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব : হিরো আলম

ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জানিয়েছেন, আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক নিয়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তিনটি আসনের কথা ভেবে রেখেছেন। যেকোনো একটি আসন বা তিনটি আসন থেকেই নির্বাচন করবেন তিনি।

 

হিরো আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন। কিছুদিন আগে এমনই গুঞ্জন উঠে নানা গণমাধ্যমে।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় এমনটা জানান তিনি।

হিরো আলম বলেন, চিন্তা করেছি কোনো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনটি আসনের কথা ভেবেছি।

এর মধ্যে রয়েছে ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬। আসনগুলোর মধ্যে যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, এবার তিনটি আসনেই নির্বাচন করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখনই কিছু জানাতে চাচ্ছি না। পরে কথা বলব। সেই সময় সবাইকে চমক দেব।

হিরো আলম জানান, তার অনেক দিনের স্বপ্ন ও নেশা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন।

তিনি বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব আমি। আর সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে।

হিরো আলম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাব আমি।

সেখানে সারাদিন থাকব—এমনটাই পরিকল্পনা করেছি। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোরও পরিকল্পনা করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।

তিনি আরও জানান, শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটির সেন্সরও হয়েছে।

এর মধ্যে স্বল্পদৈর্ঘ্যও সিনেমা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি গানও মুক্তি পাবে। আপাতত এ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com