1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘স্ত্রী টু’ সাফল্যের পরেই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাজকুমার! — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

‘স্ত্রী টু’ সাফল্যের পরেই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাজকুমার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

চলতি বছরে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি বিপুল ব্যবসা করে বক্স অফিসে। এর পরেই শোনা যায়, সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি নাকি এখন ছবি পিছু ৫ কোটি টাকা করে পারিশ্রমিক চাইছেন, শোনা যায় এমনই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতার বক্তব্য তিনি ‘বোকার মতো প্রযোজক’দের বোঝা হতে চান না। তিনি এও বলেন, তাঁর প্যাশনের ‘উপজাত’ বিষয় হচ্ছে টাকা।

পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি তো প্রতি দিন আলাদা আলাদা টাকার অঙ্ক দেখতে পাই। আমি বোকা নই যে আমার প্রযোজকদের বোঝা বাড়াব। সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়ার জন্য আমি অভিনেতা হিসেবে বদলে যাইনি, টাকা কেবল আমার প্যাশনের সঙ্গে আসে। আমি সারা জীবন কাজ করতে চাই যাতে আমি এমন চরিত্রের খোঁজে থাকতে পারি যা আমাকে সারপ্রাইজ় করবে, উত্তেজিত করবে, চ্যালেঞ্জ করবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

অগাস্ট মাসে মুক্তি পায় ‘স্ত্রী ২’ যা ঝড় তোলে বক্স অফিসে। সেই সময় একাধিক প্রতিবেদনে দাবি করা হয় যে, ‘স্ত্রী ২’ ছবির জন্য রাজকুমার নাকি ৬ কোটি টাকা পেয়েছেন এবং শ্রদ্ধা পেয়েছেন ৫ কোটি টাকা। সম্প্রতি সমদিশের শোয়ে এসে অভিনেতা জানান বাকি অভিনেতাদের মতো ৫-৬ কোটি টাকার গাড়ি কেনার ক্ষমতা তাঁর নেই। রাজকুমার বলেন, ‘ভাই, সত্যি কথা বলতে লোকের যতটা মনে হয় আমার অত টাকা নেই। আমার ১০০ কোটি টাকা নেই।’

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com